মোল্লাহাটে জাতীয় যুব দিবস পালিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৪, ০৪:০৯ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যের আলোকে দিবসটি পালনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র, জাতায়াত ভাতা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ, নির্বাচন কর্মকর্তা ইসহাক, পল্লী বিদ্যুৎ এজিএম মোঃ মাহফুজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি জেনারেল মোঃ হেদায়েত উল্লাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মনিরুজ্জামান শেখ, রবিউল আলম তুহিন, তমাল কান্তি, সাবলম্বী যুবক সায়ন্ত ইসলাম মুন্না প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW