আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৪, ০৬:৩১ পিএম

“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজন অডিটোরিয়াম হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহানুদ্দীন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,একাডেমি সুপার ভাইজার প্রদীপ,ছাত্র সন্বয়ক রাকিব হোসেন ও শুভসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় ৩০জনকে প্রশিক্ষণ সনদ প্রদান এবং ১০ জনের মাঝে যুব ঋণের ৫লাখ টাকার চেক বিতরণ এবং গাছের চারা রোপন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW