জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মামুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহম্মদ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।