দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় বারাকপুর ইউনিয়নের কামারগাতি চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বারাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম ও সঞ্চালনায় শিহাব হোসেন। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গাজী জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল কাদের জনি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, আলম চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, আনোয়ার মোল্লা, দিঘলিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ লিটন, এস এম মেহেদী হাসান, বাবুল হোসেন মন্টু, বুলবুল শিকদার, শেখ হেদায়েত হোসেন, সোহাগ হোসেন, রূপচাঁদ প্রমূখ। বক্তারা বলেন পতিত স্বৈরশাসকের দোষর খুনি, লুটেরা সন্ত্রাসী চাঁদাবাজি ও পূর্ণ প্রতিষ্ঠার নামে অগ্রগামী গণতন্ত্রের বাধা দানকারীদের স্বমূলে উৎপাটন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।