মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীমঙ্গলের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মশক নিধন কর্মসূচি, পরিছন্নতা অভিযান, যুব ঋনের চেক ও সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, আতিকুর রহমান জরিফ, এম এ কাইয়ুম সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।