গোয়েন্দা চরিত্রে আসছে ইশা সাহা

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৪, ০৬:৩৩ পিএম

টালিউড অভিনেত্রী ইশা সাহা গোয়েন্দা রূপে নতুন বছরে নতুনভাবেই ফিরতে চলেছেন। সিনেমা হোক কিংবা সিরিজ- বাংলায় গোয়েন্দাদের রমরমা। এর মধ্যে নারী গোয়েন্দার সংখ্যা হাতেগোনা। বড়পর্দায় ‘মিতিন মাসি’, সিরিজে ‘দময়ন্তী সেন’। সেই তালিকায় নতুন সংযোজন- ‘বিবি বক্সী’।  নতুন বছরে এই ‘গোয়েন্দা’ ইশাকে নিয়ে আসছেন জয়দীপ মুখোপাধ্যায়। নতুন ওয়েব প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য কলম ধরেছেন পরিচালক পারমিতা মুন্সী। প্রত্যন্ত গ্রামের বিনোদবালা বক্সী কনস্টেবল হয়েও গোয়েন্দার মতো বুদ্ধি ধরেন। তিনি কি নিজেকে সত্যানুসন্ধানী হিসাবে প্রমাণ করতে পারবেন? ইশার চালচলন ও ব্যক্তিত্ব ভীষণই কোমল। তিনি গোয়েন্দা চরিত্রে কতটা মানাবেন? আনন্দবাজার অনলাইনের এমন প্রশ্নে ‘বিবি বক্সী’ সিরিজের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ব্যোমকেশ বক্সীর ‘নারী’ রূপ ধরে বাঙালি সত্যান্বেষীদের সংখ্যা বাড়াবেন ইশা সাহা? জয়দীপের ঝুলিতে নানা স্বাদের গোয়েন্দা সিরিজ ও ছবি। সদ্য একই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনির্বাণ চক্রবর্তী, লোকনাথ দে অভিনীত ‘মিসিং লিঙ্ক’। একুশ শতকেও বাংলায় নারী গোয়েন্দার সংখ্যা কম বলেই কি এই সিরিজ তৈরিতে আগ্রহী?-এ প্রশ্নের উত্তরে জয়দীপ সায় দিয়ে বলেন, এক প্রত্যন্ত গ্রামের মেয়ে কনস্টেবল থেকে নিজের জোরে গোয়েন্দায় রূপান্তরিত হচ্ছেন- এটা কিন্তু দেখা যায় না। বলতে পারেন এটাই ‘বিবি বক্সী’র মূল আকর্ষণ। জয়দীপের এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন লেখক পারমিতাও। তিনি বলেন, এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প সব সময় দর্শক-পাঠকের ভালো লাগে। সেই ভাবনা থেকেই এই চরিত্রের সৃষ্টি। এক গল্পে গ্রামীণ রাজনীতি, মেয়েদের উন্নতি রোখার চেষ্টা, কর্মরত নারীর পারিবারিক দিক- সবটা দেখানো হবে। পরিচালকের যুক্তি-গ্রামের মেয়েদের জীবন এখনো বিবাহকেন্দ্রিক। যতই সে শিক্ষিত হোক। যেমন- বিবি বক্সী বা বিনোদবালা বক্সী। সিরিজের শুরুতেই তাই তার বিয়ে হয়ে যাবে। সেই মেয়েটিই যখন থানায় যায়, তখন তার রুদ্রমূর্তি। আবার তার নাম পুরুষালি। বিনোদ সাধারণত পুরুষের নাম। একই সঙ্গে পদবি বক্সী। ফলে এই গোয়েন্দার ভেতরে দ্বৈত সত্তার বাস। যিনি ‘ব্যোমকেশ বক্সী’র ছায়া। নারীর কঠোর-কোমল দিক গোয়েন্দা চরিত্রের পরতে পরতে। ইশার মধ্যে কোমল ভাব যথেষ্ট। এই প্রথম তিনি কঠোর দিকটিও ধারণ করতে চলেছেন বলে জানান পরিচালক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW