সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশের মেয়েদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয় শনিবার বেলা ১১টায়। এর আগে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করে নারী ফুটবল দলটি। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দলের সদস্যদের সাক্ষাৎ হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাড়ে ১২টার আগ দিয়ে বাফুফের বাসে করে নারী দলটি যমুনা ছেড়ে যায়। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে গত বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। পরদিন বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার পর বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয়। আর এই পুরো পথজুড়ে চলে উৎসব। বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুই বছর আগে ওই মাঠেই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার এ ট্রফির স্বাদ পেয়েছিল বাংলাদেশ।