লালপুরের দুড়দুড়িয়ায় বিএনপি'র মতবিনিময় সভা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৪, ০৮:৫২ পিএম

নাটোরের লালপুর উপজেলার  দুড়দুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়,  বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক  এ্যাড. তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় শনিবার (২নভেম্বর) সন্ধ্যায় মতবিনিময় সভায় দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ সঞ্চালনায় ও দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা গোলাম কিবরিয়া সভাপতিত্বে সভায়   প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই (নান্নু), লালপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক  নাজির উদ্দিন (বাবু), দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী আজগর, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক বিদ্যুৎ প্রমুখ।  এছাড়াও সভায়  ১নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW