বরিশালে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৪, ০২:২৫ পিএম : | আপডেট: ৩ নভেম্বর, ২০২৪, ০২:৪৫ পিএম

বিষপানে গুরুত্বর অসুস্থ হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দশম শ্রেনীর ছাত্রী সুরভী আক্তার শনিবার রাতে মৃত্যুবরণ করেছেন।
মৃত সুরভী জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। ডাবেরকুল গ্রামের বাসিন্দা সুলতান মল্লিক জানান, তার মেয়ে সুরভী আক্তার অসুস্থ অবস্থায় বলে গেছে পড়া না পাড়ায় তাকে তার প্রাইভেট শিক্ষক একই গ্রামের রাইসুল ইসলাম নানা ভর্ৎসনা করে আত্মহত্যা করতে বলে। সহপাঠীদের উপস্থিতিতে এ ভৎসনার কারণে সে অভিমান করে বিষপান করেছে।
সুলতান মল্লিক আরও জানান, গত ২৪ অক্টোবর দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে সুরভী বিষপান করে অসুস্থ হয়ে পরে। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে সুরভী আক্তারের মৃত্যু হয়েছে।
রোববার  সকালে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ওই এলাকার প্রাইভেট শিক্ষক রাইসুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ছড়ানো হচ্ছে। সুরভীর আত্মহত্যার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। উজিরপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। তারপরেও বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW