সেনবাগ পৌর জামায়াতের কর্মী সম্মেলন 

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৪, ০৩:২০ পিএম

নোয়াখালীর সেনবাগ পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহমেদ, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, সোনাইমুড়ী উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ হানিফ।, 
কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ নুরুল হুদা মিলন, কাদরা ইউনিয়ন জামায়াতের আমির গোলাম হোসেন শাহীন, পৌর জামায়াতের নেতা হাজী বেলাল হোসেন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ফজলুল হক, নোয়াখালী জেলা ছাত্র শিবিরের সভাপতি দাউদুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বক্কর ছিদ্দিক সুজন। এ সময় উপ্িস্থত ছিলেন, সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল আফসার। সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম প্রমূখ।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW