কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৪, ০৬:০২ পিএম

গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন এর সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে রোববার সকালে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।

বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক রাশেদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (এনডিসি) অভ্র জ্যোতি বড়াল, সহকারী কমিশনার (ভূমি) মো: নুরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, ৫ আগষ্টের ছাত্র জনতার আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে প্রশাসন কাজ করছে অনেক চ্যানেলের মুখে। ১৬ বছরে সুকৌশলে যে মুজিব বাদ বাস্তবায়নের জন্য প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। সেটাকে ভেঙে এখন নতুন করে ঢেলে প্রশাসনকে সাজানো হচ্ছে। এলাকায় মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রধান অতিথি নাফিসা আরেফীন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, মাদকের বিরুদ্ধে উপজেলা ব্যাপী সাঁড়াশি অভিযান ও জোর তৎপরতা শুরু করতে হবে, মাদক কারবারিদের প্রতিহত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, আমাদের কাজ হলো অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যাতে নষ্ট না হয়, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হবে, অক্টোপাসের উপর নির্ভর করা যাবে না, সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে, বৈষম্যের সমাজ ব্যবস্থা কাম্য নয়, জবর দখল বন্ধ করতে হবে, সামাজিক অবক্ষয় রোধে কাজ করতে হবে, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং সুবিধা ভোগীরা যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জেলা প্রশাসক উপস্থিত সবাইকে যার যার অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW