মান্দায় যুবদলের লিফলেট বিতরণ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৪, ০৬:৫৫ পিএম

নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত একটি লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল। 

নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। 
এ সময় নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহমেদ নিপু ও রুবেল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, মাষ্টার এনামুল হক, সাদেকুল ইসলাম, বেলাল হোসেন, মিজানুর রহমান, জুয়েল রানা, ওবাইদুল হক, শফিকুল ইসলাম ও সিদ্দিক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান এন্টু, তালহা জুবায়ের ও শামীম হোসেন. উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আমিনুল ইসলাম, সদস্য সচিব পলাশ কুমার, ছাত্রদল মান্দা কলেজ শাখার আহ্বায়ক খায় রুল ইসলাম রাজু, যগ্ম আহ্বায়ক জেবিন, ছাত্রদল উত্তরা ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW