নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ এর প্রথম চেয়ারম্যান ও সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল হামিদ মাস্টার এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত কলেজে আয়োজন করা হয় মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও আলোচনা সভা। ৪ নবেম্বর কলেজ ক্যাম্পাসে ওই অনুষ্ঠানের আয়োজন করে মরহুমের পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষ। এতে অংশ নেন কলেজ গভর্ণিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন,মরহুম আবদুল হামিদ মাষ্টার ছিলেন একজন সৎ ও নিষ্টাবান রাজনীতিবিদ। তিনি ছিলেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির কান্ডারী। ছিলেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি। মরহুমের প্রতিষ্ঠিত কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষক ও আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল হামিদ মাস্টার এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করছি। সেই সাথে মরহুমের বড় ভাই সাবেক রেলওয়ে কর্মকর্তা মরহুম হাফিজার রহমানেরও ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এতে অংশ নেন কলেজ গভর্ণিং বডির সদস্য আইউব আলি সরকার, মোছাঃ জোহরা খাতুন,সৈয়দপুর ইকরা মাদ্রাসার পরিচালক কারী মোঃ মাকসুদুর রহমান,কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান ও সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমানসহ অনেকে। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর - ই - আলম সিদ্দিকী। উল্লেখ্য মরহুম আবদুল হামিদ মাস্টার গত ২০১০ সালের ১৯ অক্টোবর মৃত্যুবরণ করেন।