সন্তান নেই কিন্তু মাতৃত্বকালীন ভাতা সুবিধা নিচ্ছেন ইউপি সদস্য!

এফএনএস (এসএম আবদুল হালিম; জামালপুর) : : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৪, ০৭:০৫ পিএম

জামালপুর জেলার ইসলামপুরের নাসিমা আক্তার নামে এক মহিলা ইউপি সদস্য আর্থসামাজিক সঠিক তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০২২সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচির আওতায় (দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু করে। মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতী ভাতার জন্য বেশ কিছু নিয়মকানুন মানতে হয়ে থাকে।  কিন্তু  আর্থসামাজিক সকল তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের ৪.৫.৬ ওয়ার্ড এর সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাড়িয়াবাড়ি গ্রামের ৪নং ওয়ার্ডের নাসিমা আক্তার।

ইউপি  সদস্য তিনি সকল তথ্য গোপন করে নিয়ম বহির্ভূতভাবে ২০২২সাল থেকে সন্তান না নিয়েও মাতৃত্বকালীন ভাতা হাতিয়ে নিচ্ছেন।

এব্যাপারে অভিযুক্ত ভাতাভোগী ইউপি সদস্য নাসিমা আক্তার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন ইউপি সদস্য হয়ে কাজটি করা  ঠিক হয়নি। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন সেটাই আমি মেনে নিব।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা খাতুন জানান, মাতৃত্বকালীন ভাতাভোগীর ইউপি সদস্যের অনিয়মের বিষয়টি প্রমানিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW