বাঘায় ওষুধ ব্যবসায়ীর জরিমানা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৪, ০৪:০২ পিএম

রাজশাহীর বাঘায় ৫ ওষুধ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদরে পুরাতন বাসষ্ট্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। জানা গেছে, বাঘা পুরাতন বাসষ্ট্যান্ডে মোস্তাক আহমেদের ইসতিয়াক ফার্মেসি, আনিসুর রহমানের সিটি ফার্মেসি, রাকিব আহমেদের জননী ফার্মেসি, মাজহারুল ইসলামের মা মেডিসিন কর্ণার এবং লিয়াকত আলীর মেডিসিন কর্ণারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের প্রত্যেক প্রতিষ্টানে দুই হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০ (খ), ৪০ (গ) ও ৪০ (ঘ) ধারা লঙ্ঘনজনিত ৫৪ ধারায় তারা শাস্তিযোগ্য হওয়ায় ৫ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কিছু ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না রাখার জন্য সতর্ক করা হয়েছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW