চিতলমারীতে ভোক্তা অধিকার আইনে ৯২ হাজার টাকা জরিমানা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪৪ পিএম

বাগেরহাটের চিতলমারী সদর উপজেলার মিষ্টি ও ওষুধের দোকানসহ মোট ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিষ্টির দোকানে নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দোকানে রাখাসহ অন্যান্য অপরাধের দায়ে উক্তরুপ জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় ছাত্র প্রতিনিধি ও আনসার ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা, স্থানীয় গনমাধ্যমকে ব্রিফ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী চিতলমারী সেনা ক্যাম্প কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ান ও স্থানীয় ছাত্র প্রতিনিধির লোকজন উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW