বকশীগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৪, ০৭:১৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জ থানা ক্যাম্পাসে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ০৫ নভেম্বর (মঙ্গলবার) বিকালে ওই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই নাগরিক সমাবেশে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম। ওই নাগরিক সমাবেশে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের নাগরিক কমিটির নেতা, সদস্য, বিভিন্ন সংগঠনের সদস্য, রাজনৈতিক দলের নেতা কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বকশীগঞ্জ উপজেলার নানান সমস্যার কথা তুলে ধরেন। তারা মাদক, জুয়া ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্ব মজবুত করার বিষয়ে গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন পুলিশ জনগণের বন্ধু জনগণের সাথে মিশে পুলিশ তাদের কর্ম পরিচালনা করবে মাদক জুয়া নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এই জনপদে অনেক সমস্যা থাকতে পারে সবার সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাধান করা হবে। একজন ব্যক্তিকে কেউ পছন্দ নাও করতে পারে কিন্তু তার ভালো কাজকে অনেকেই পছন্দ করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মানিক সওদাগর, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর জামাতের সভাপতি মাওলানা আবদুল মতিন, আমদানিকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মুকাদ্দেস রিপন, মুক্তিযোদ্ধা নওশাদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, পৌর যুব দলের আহ্বায়ক,  শিল্প ও বনিক সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW