আফ্রো-এশিয়া কাপ আয়োজনের কার্যক্রম এগিয়ে গেলো আরো এক ধাপ। এবার টুর্নামেন্টটি আয়োজন এবং খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক সুযোগের সংখ্যা বাড়ানোর জন্য একটি ছয়-জনের অন্তর্বর্তী কমিটি নিয়োগ করেছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। আফ্রো এশিয়াকাপ টুর্নামেন্টটি আবারো ফিরিয়ে আনতে গত শনিবার একটি এজিএম অনুষ্ঠিত হয়। সেখানেই নিয়োগ করা হয় এই কমিটি। এর অন্যতম লক্ষ্য হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মতো অন্যান্য সংস্থার কাছেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের বার্তা পৌঁছানো এবং সুযোগ সৃষ্টি করা। আফ্রিকান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজনের অগ্রগতি সম্পর্কে বলেন, ‘আমরা এশিয়া ক্রিকেট কাউন্সিলের সাথে কথা বলেছি এবং তারা চায় আফ্রো-এশিয়া কাপ পুনরুজ্জীবিত হোক।’ ২০০৫ ও ২০০৭ সালে এশিয়া একাদশ ও আফ্রিকা একাদশের মধ্যকার সিরিজ আয়োজিত হয়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের খেলোয়াড়রা এক দলে আর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কেনিয়ার খেলোয়াড়রা আরেক দলে খেলেছিলেন। ২০০৫ সালে এই সিরিজের প্রথম আসর হয় সেঞ্চুরিয়ন ও ডারবানে। ২০০৭ সালে দ্বিতীয় আসর হয় বেঙ্গালুরু ও চেন্নাইতে। তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কেনিয়াতে তবে তা হয়নি। দুই দশক পরে আফ্রো এশিয়াকাপ আরো একবার মাঠে গড়ায় কিনা এবার সেটাই দেখার অপেক্ষা।