বাঘায় শিক্ষার মান উন্নয়নে নবাগত ইউএনওর মতবিনিময়

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৪, ০৮:৫১ পিএম

রাজশাহীর বাঘায় শিক্ষার মান উন্নয়নে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সাথে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার অ.ফ.ম. হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মাহামুদুর রহমান খান।  বাঘা ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আবদুর রব, বাউসা ভোকেশনাল ইহ্নটিটিউটের সুপারেন্টেন্ড রেজাউল করিম,  খানপুর উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দাদপুর-গড়গড়ি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক এমদাদ আলী, আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, ইসলামি একাডেমি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল হামিদ, তেথুঁলিয়া বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক দোলেনা খাতুন, রহমতুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।  অপর দিকে নবাগত ইউএনও শাম্মি আক্তারকে ফুলের অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিএনপি’র নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মজিবর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, হিটলার মন্ডল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব স্বপন সরকার, সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ পিয়াস, শাহদৌলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আশিক ইকবাল হিমেল, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রনি, মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসেন অনিক, বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আমির হাসনাত রনি প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW