মোঃ নূর হোসেন তালুকদার সভাপতি, প্রকৌশলী মোঃ ইউনুছ সিনিয়র সহসভাপতি, মোঃ ঈশা সিরাজ চৌধুরী সাধারণ সম্পাদক, আব্দুল নবী এ.কে.খান যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রকৌশলী মোঃ সাইদুলকে সাংগঠনিক সম্পাদক করে ২২১ সদস্য বিশিষ্ট ওমান বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৪ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন করেন। কমিটি অনুমোদন হওয়া নেতাকর্মীদের মধ্যে প্রাণসঞ্চার ফিরে আসে। নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ঈশা সিরাজ চৌধুরী বলেন- অতীতে ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে প্রবাসে নেতাকর্মীরা আন্দোলন করেছে এবং সরকার বিরুদ্ধী জনমত গঠনে ওমান বিএনপি ব্যাপক ভূমিকা রেখেছে। কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসিচবমহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।