স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোষরদের বিচারের দাবিতে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একইদিন দলীয় কার্যালয়ের সমানে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে বিক্ষোভ করে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন। অপরদিকে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সমানে ছাত্রদলের নেতৃবৃন্দরা অবস্থান কর্মসূচি পালন করেন।