সুন্দরগঞ্জে বিএনপি’র সমাবেশ 

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪, ০৫:২৪ পিএম

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে। গতকাল রোববার সকালে দিবসটি পালন উপলক্ষে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, জেলা সহ সভাপতি আলহাজ¦ মোজাহারুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া,। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিপু প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য রালিতে উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW