ভোমরা বন্দর থেকে এক মাসে ১২৮ কোটি টাকা 

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪, ০৫:৩১ পিএম

আমদানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আমদানি বাণিজ্যে একের পর এক আসছে ব্যাপক সাফল্য। অর্জিত হচ্ছে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব। চলতি অর্থবছরের অক্টোবর মাসে ৮৯ কোটি ৭১ লক্ষ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তুু বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অতিক্রম করে  ১২৭ কোটি ৮১ লক্ষ ৮৭ হাজার ৫১ টাকা রাজস্ব অর্জন হয়েছে। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া মাসিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৫১ টাকা বেশি রাজস্ব অর্জিত হয়। ব্যবসায়ীরা বলছেন, ধারাবাহিকভাবে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বৃদ্ধি পেলে রাজস্ব অর্জন অধিক হারে বৃদ্ধি পাবে। ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, দুর্নীতি  অনিয়ম ও অস্বচ্ছ কার্যক্রম না থাকায় গতিশীল হয়েছে আমদানি বাণিজ্য। পাশাপাশি বেড়েছে রাজস্ব প্রবৃদ্ধিও। বন্দরটির অবশিষ্ট অবকাঠামো উন্নয়ন হলেই অগ্রগতি অর্জন উন্নয়ন ও সাফল্যের সম্মানয়ে একটি মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হবে এ বন্দরটি। দেশের অন্যান্য বৃহত্তর উন্নয়নশীল বন্দরের কাতারে ওঠার যথেষ্ট যোগ্যতা অর্জনের সক্ষমতা রয়েছে এ বন্দরটির। ভোমরা কাস্টম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত মাসিক লক্ষ্যমাত্রা পূরণের কৃতিত্ব দেখিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বাধাহীন পরিবেশে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছেন দেশের শীর্ষ আমদানিকারক ব্যবসায়ীরা। বিশেষ করে তোলাবাজি আর চাঁদাবাজি বন্ধ হওয়ায় আমদানিকারকদের মধ্যে বেড়েছে বাণিজ্যিক আগ্রহ। ফলে এ বন্দরে আগের তুলনায় বেড়েছে আমদানি বাণিজ্য। আমদানি বাণিজ্য যত বৃদ্ধি পাবে রাজস্ব অর্জনও তত গতিশীল হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW