নলকূপ অপারেটরদের অপসারন না করার দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪, ০৬:২৯ পিএম

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ'র) আওতাধীন গভীর নলকূপ অপারেটরদের অপসারন না করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা গভীর নলকূপ অপারেটরদের ব্যানারে আধা ঘণ্টাব্যাপি এই মানববন্ধনে বিএমডিএ উপজেলার প্রায় শতাধিক অপারেটর অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটর সামিউল আলম বাবু, জাকির খান, সহিমুদ্দিন,মোসাদ্দেক হোসেন মিলন, নয়ন সরকার, সাদিকুল ইসলাম।  স্মারকলিপি ও তাদের বক্তব্যে বলেন,গভীর নলকূপগুলো কৃষক পর্যায়ে পরিচালিত হয়ে আসছে। যাদের অধিকাংশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি'র নিচে। সম্প্রতি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটা পরিপত্র জারি করেছেন। যাতে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিু এসএসসি পাশ থাকতে হবে।  কিন্তু বর্তমান বিএমডিএ'র চেয়ারম্যান মহোদয় পূর্বে যখন চেয়ারম্যান ছিলেন তখন এসব অপারেটরদের নিয়োগ দেয়া হয়েছিল। ওই সময় থেকে তারা দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে জারিকৃত পরিপত্র বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী অপারেটরদের স্ব-পদে বহাল রাখার দাবি জানানো হয় মানববন্ধনে। বক্তব্য শেষে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এর অনুলিপি উপজেলা কৃষি অফিস ও সহকারী প্রকৌশলী বিএমডিএ গোমস্তাপুর কার্যালয়ে পৌঁছে দেন তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW