স্বৈরাচার হাসিনার বিচার দাবীতে পিরোজপুরে বিক্ষোভ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪, ০৬:৪৭ পিএম

 
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসুচি প্রতিরোধে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ফ্যাসিবাদ মঞ্চ ও জেলা ছাত্র দল পৃথক ভাবে শহরে বিক্ষোভ মিছিল করেছে । আজ রবিবার সকাল ১১ টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজের বৈষম্য বিরোধী ছাত্ররা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পথ সভা করেছে। পথসভায় বক্তব্য রাখেন ছাত্র নেতা শাহরিয়ার আমীন সাগর, শাহনেওয়াজ অভি, তাহমিদ জাবিদ, আসমা আক্তার মিতু, শাহরিয়ার আহমেদ শিশির, মঈন উদ্দিন, সাইয়েদা কাকন, লুলু আল মারজান, নাঈম উদ্দিন আকন, মনজুরুল ইসলাম ও খালিদ হোসেন। এদিকে জেলা ছাত্রদলও একই সময় শহরে  বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের সময় তারা  ‘খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে’ , ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি হাসিনা নিপাত যাক’ স্বৈরাচার হাসিনার ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দেয়। 
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW