সেনবাগে ৪ মাদক কারবারি সহ গ্রেফতার ৬

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪, ০৬:৪৯ পিএম

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ শনিবার দিবাগত রব্বিার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিসহ ৬জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ১১০ পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হ্েচ্ছ ঃ সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামের মো: নুর নবী প্রকাশ নুরুন নবী (৩৫), উপজেলার নবীপুর ইউপির দেবিসিংহপুর গ্রামের মনিরুল ইসলাম প্রকাশ ছাব্বির (২৫),বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের মো: মিলন হোসেন (৩০) ও কাদিরপুর গ্রামের শাহীনুর আলম চৌধুরী (২৮)। এছাড়াও সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউপির নবীপুর গ্রামের মাদক মামলার ওয়ারেন্টের আসামি মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন প্রকাশ ফরহাদ ও কেশারপাড় ইউপির কেশারপাড় গ্রামের মো: এমাম হোসেন প্রকাশ সুমন (৩১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম.মিজানুর রহমান জানান,রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী  পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল ফারুক ও অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিবের নির্দেশনায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের তত্বাবধানে থানার এসআই মোজাম্মেল হোসেন,এসআই জাকির হোসেন, এএসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এবং ইয়াবা উদ্ধার করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW