বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও টকশো ব্যক্তিত্ব র্যারিষ্টার রূমিন ফারহানাকে শিখানো বক্তব্য দিয়ে সরাইলের রাজনৈতিক মাঠে উত্তাপ না ছড়ানোর আহবান জানিয়েছেন স্থানীয় উপজেলা বিএনপি। গত সোমবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত কর্মী সভায় এই আহবান জানিয়েছেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর রূমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, ১৯৭৩ সালে আমার পরিবারের সদস্য মরহুম তাহের উদ্দিন ঠাকুর নির্বাচন করেছিলেন। সেই সময়ে বিরোধী দলের সমর্থনপুষ্ট ভাষা সৈনিক জনাব অলি আহাদ সাহেবের নির্বাচন আমি করেছিলাম। যার কারণে আমার পরিবারকে নির্যাতন করা হয়েছিল। আমাকে না পেয়ে আমার ভাইকে গ্রেপ্তার করেছিল। আমি বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো আছি। শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া ও ধানের শীষকে ভালবাসি। তাই দলই আমাদের কাছে সবচেয়ে বড়। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। জাতীয় নেতা নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই মেহেরবাণী করে এমন কোন ভাষা উচ্চারণ করবেন না যা সাধারণ মানুষ গ্রহণ করবেন না। দেওয়ান মাহবুব আলীসহ অনেক জ্ঞানী গুণীর জন্ম এই সরাইলে। যারা বিভিন্ন প্রশ্ন রাখেন তারা কখনো কাউন্সিল করেছেন? কারা কিভাবে আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছেন সব জানি। সময়মত সব উম্মোচন করব। সরাইল বিএনপি সবসময় সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও হাইব্রিডদের দলে স্থান নেই। আগামী ডিসেম্বরে সরাইল বিএনপি’র বিশাল কর্মী সভার মাধ্যমে প্রমাণ করব ১০১ সদস্যের এই কমিটি কত শক্তিশালী। সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ত্যাগীদেরকে আগে মূল্যায়ন করতে হবে। পরে নব্য বিএনপি। মানুষ শহীদ জিয়া ও ধানের শীষকে ভালবাসে। আপনার বাবার জন্মের আগেই এই কালিকচ্ছ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ। ব্যক্তি ও পরিবারকে আক্রমন করে কথা বলেন, আমি লস্কর বাড়ির সন্তান। আপনি লস্কর পরিবারের আরওআর সিএস দেখলেই বুঝতে পারবেন। গত ১৪ বছর ধরে বিএনপি’র নেতা কর্মীদের মামলা মোকদ্দমা বিনামূল্যে দেখছি। গ্রেপ্তারকৃতদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজ খবর নিয়েছি। রাজপথেও লড়াই সংগ্রাম করেছি ও করছি। আমি ২০০২ সালে জেলা ছাত্রদলের সম্পাদকীয় পদ দিয়ে যাত্রা শুরূ। আর আপনি ২০১২ সালে দলে আসছেন। এর আগে আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে চ্যানেলে যে নাটক করেছেন তার গন্ধ এখনো আছে। কেন্দ্রের নির্দেশে আমাদের দুটি সভায় আপনি নিজে উপস্থিত থেকেও বলছেন রাজপথে দেখেন না। ভুলে গেলে চলবে না ৭০ বছর বয়সেও আনিছ ঠাকুর জেল খেঁটেছেন। যারা আমাদের বংশের ঐতিহ্য নিয়ে মিথ্যা কলঙ্ক অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন তাদের বিচার আপনাদের কাছে দিলাম। বিএনপি বড় ও সুশৃঙ্খল দল। ভিন্ন মত থাকতে পারে। দয়া করে রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াবেন না। সহিংষুতা না করে আওয়ামী দোসদের মত অরাজকতা না করে শৃঙ্খলার সাথে এগিয়ে যায়। এখনো নির্বাচনের পরিস্থিতি হয়নি। এখন হানাহানির সময় নয়। আসুন, চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধ করে সকলে মিলে অন্তবর্তীকালীন সরকারকে সহায়তা করি। দল দেশনায়ক তারেক রহমান যাচাই-বাচাই করে আগামীতে সরাইল আশুগঞ্জের মাটি ও মানুষের নেতাকেই মনোনয়ন দিবেন। আমরা সকলে মিলে তাকেই নির্বাচিত করব। ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরূজ্জামানের সঞ্চালনায় ও সভাপতি ফারূক আহমেদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউপি বিএনপি’র সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।