প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। রঞ্জি ট্রফিতে ১৩ নভেম্বরের ম্যাচের জন্য বেঙ্গলের স্কোয়াডে রাখা হয়েছে শামিকে। আজ ইন্দোরে মধ্য প্রদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বেঙ্গল। ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন শামি। সার্জারির পর চলছিল পুনর্বাসন প্রক্রিয়া। বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে ফেরার কথা থাকলেও তা হয়নি। এর আগে দুইটি হোম সিরিজেও ভারতের দলে ছিলেন না শামি। এবার ফিরছেন রঞ্জি ট্রফি দিয়ে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট শিকার করে ভারতকে ফাইনালে তোলায় বড় ভূমিকা রেখেছিলেন মোহাম্মদ শামি। এরপর চোটের কারণে ছিটকে যান। চলতি বছরের মার্চে সার্জারি করানো হয়। এরপর ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলেছে শামির পুনর্বাসন প্রক্রিয়া। বর্ডার-গাভাস্কার ট্রফির স্কোয়াড ঘোষণার আগে যদিও শামি বলেছিলেন, রঞ্জিতে ১-২টি ম্যাচ খেলে নিজের ফিটনেসের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারার আশা করছেন তিনি। তবে শামিকে ছাড়াই স্কোয়াড দিয়েছে ভারত। ফিটনেসের প্রমাণ দিলে অবশ্য এখনও স্কোয়াডে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে শামির সামনে। ভারতের স্কোয়াডে সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরাহ ছাড়াও পেস ইউনিটে আছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, প্রসিধ কৃষ্ণা এবং হার্শিত রানা। রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে মুকেশ কুমার, নবদ্বীপ সাইনি এবং খলিল আহমেদকে। আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে মাঠে গড়াবে বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে এই সিরিজ মহাগুরুত্বপূর্ণ ভারতের জন্য, অস্ট্রেলিয়ার জন্যও।