আর কত দিন ইন্টার মায়ামিতে খেলবেন লিয়োনেল মেসি? ২০২৫ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবের। কিন্তু তত দিনও কি মেসিকে দেখা যাবে না আমেরিকার দলের হয়ে খেলতে? ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। এই বিতর্কের মাঝে মেসির মায়ামি ছাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে মায়ামিকে। তবে তার জন্য তাদের যোগ্যতা অর্জন করতে হয়নি। যে হেতু আমেরিকায় এই প্রতিযোগিতা হবে, তাই আয়োজক দেশের ক্লাব হিসাবে সরাসরি খেলার যোগ্যতা পেয়েছে মায়ামি। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, মেসিকে প্রতিযোগিতায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসির মুখ ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙে এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এই বিতর্কের মাঝেই মেসির ক্লাবে থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মেসি নাকি জানিয়েছেন, বিতর্কের মধ্যে তিনি থাকতে চান না। সেই কারণে তিনি ক্লাব ছাড়তে চান। দলের কোচ তাতা মার্টিনো জোর গলায় বলতে পারছেন না যে মেসি ক্লাবেই থাকবেন। তিনি বলেন, ‘আমি জানি না মেসি কত দিন থাকবে। মেসি মায়ামিতে আসার পরে এই দলের চেহারা বদলে গিয়েছে। গত বার আমরা ট্রফি জিতেছি। যে দল মেজর লিগ সকারে সকলের শেষে থাকত সেই দল প্লে-অফ খেলেছে। আগামী মরসুমেও এই ফর্ম ধরে রাখতে চাইব। তার জন্য মেসিকে প্রয়োজন। তবে ও নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেই নেবে।’ মেসি মায়ামিতে যাওয়ার পর থেকে কয়েক বার তাঁর ক্লাব ছাড়ার জল্পনা শোনা গিয়েছে। তবে এখনও পর্যন্ত তা সত্যি হয়নি। মেসির খেলা দেখেও মনে হয়নি তিনি মায়ামিতে কোনও সমস্যায় রয়েছেন। বিশেষ করে সুয়ারেস, আলবা ও বুস্কেৎসের সঙ্গে তাঁর জুটি সাফল্য এনেছে। ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ। তার আগে মেসির সে দেশে খেলার গুরুত্ব অনেক বেশি। তিনি যাওয়ার পর থেকে আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা অনেক বেড়েছে। মেসি পরের বিশ্বকাপ খেলবেন কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানেননি। যদি তিনি খেলেন তা হলে হয়তো এখনই আমেরিকা ছাড়া সম্ভব হবে না তাঁর পক্ষে।