চরভদ্রাসনে একীভূত শিক্ষা বিষয়ক মেলা 

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪, ০৮:০৬ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে মঙ্গলবার দিন ব্যাপী একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এর সবাই মিলে শিখি প্রকল্পর উদ্যোগে একীভূত শিক্ষা বিষয়ক মেলার আয়োজন করা হয়। 
 
এ মেলার সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মুহাম্মদ জামাল উদ্দীন আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। প্রধান আলোচক হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ মহীউদ্দীন। গুনী শিক্ষাবিদ হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, ইউআরসি ইন্সট্রাক্টর শাহ মোহাম্মদ শহীদুল ইসলাম, ইউএসএআইডি’র চীপ অব পার্টি সাঈদা আনিস প্রু। এছাড়া মেলাটিতে বিশেষ অতিথি ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শিহাব খান। মেলায় স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি এর সবাই মিলে শিখি প্রকল্পর ডেপুটি চীপ অব পার্টি জাকারিয়া রহমান।
 
জানা যায়, সমাজে প্রতিবন্ধী বিষয়ে প্রচলিত ভুল ধারনা দুর করে প্রতিবন্ধী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশ গ্রহন ও একীভূত শিক্ষা নিশ্চিত করন লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের সেবা ও সহায়তার সাথে জড়িত।
এ মেলায় ১৯টি ষ্টলে সরককারি-বেসরকারি ও বিভিন্ন সংস্থার কার্যক্রম তুলে ধরা হয়। এ মেলায় উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকগন অংশ নেন। উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহনে মেলায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW