কুষ্টিয়ার দৌলতপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রোববার দায়িত্ব ভার গ্রহণ করেছেন মো: আব্দুল হাই সিদ্দিকী। এর আগে তিনি কুমিল্লার লাক সামে দক্ষতা ও সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।মো: আব্দুল হাই সিদ্দিকীর বাড়ি পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী থানার হোগলবাড়িয়ার সিন্দুর কুটি গ্রামে বলে জানা যায়। মঙ্গলবার বিকেলে দৌলতপুরের বিশিষ্ট সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন) তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে তিনি জানান দৌলতপুরে আইন-শৃঙ্খলা সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এদিকে সাবেক ইউ এন ও মোঃ ওবায়দুল্লাহ পদোন্নতি পেয়ে এডিসি হিসেবে বরিশাল সদরে বদলি হয়েছেন। মো: ওবায়দুল্লাহ দৌলতপুরে যথাযথ ভাবে তার দায়িত্ব পালন করেছেন।