আওয়ামী লীগের দোর্দন্ড প্রতাপশালী প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ভোলা - ২ (দৌলতখান - বোরহানউদ্দিন) এলাকার সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র ্যাব। বুধবার সন্ধ্যা সাতটার পর রাজধানী শহর ঢাকা মোহাম্মদপুরের হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র ্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্ণেল মো. মুনীম ফেরদৌস। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন ভোলা - ২ আসনের সাবেক এমপি আলি আজম মুকুল। পুলিশ সূত্রে জানা যায়, এমপি মুকুল বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমপি মুকুল গ্রেফতারের সংবাদ দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান নিশ্চিত করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত সাবেক এমপি মুকুল ও স্বপন চেয়ারম্যান কে র ্যাব মোহাম্মদপুর থানায় সোপর্দ করেছে বলে এমন তথ্য পুলিশ সূত্রে জানা গেছে । এদিকে দৌলতখানে সাবেক এমপি আলী আজম মুকুলের গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে আনন্দে উল্লাসে ছাত্র - জনতা রাস্তায় নেমে আসে। সম্মিলিত ছাত্র - জনতা ও উপজেলা বিএনপি'র একটি বিশাল মিছিল দৌলতখান পৌর শহর প্রদক্ষিণ করে স্লোগানের স্লোগানে মুখরিত করে।
উপজেলা বিএনপি ও দৌলতখানের সর্বস্তরের মানুষ এমপি মুকুলের গ্রেফতারে আনন্দে উচ্ছ্বাসে মিষ্টি বিতরণ করে। উৎসুক জনতা আতশবাজি করে আনন্দে মেতে ওঠে। দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী ফ্যাসিবাদের পতনে দৌলতখান উপজেলা বিএনপি ও সাধারণ মানুষ উল্লাস করে একে অপরকে মিষ্টি মুখ করে।