কুষ্টিয়ার দৌলতপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী বৃহস্পতিবার বিকেলে দৌলতপুরের সাবেক সংসদ সদস্য,দৌলতপুর থানা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি, মো: শামীম মোল্লা, সাবেক চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন, মো: আকবর আলী, থানা বিএনপির অন্যতম নেতা মো: শের আলী সবুজ, মো: মাহবুবুর রহমান, সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন), ছাত্র দল নেতা মো: মাসুদুজ্জামান রুবেল, আলাপ কালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুরের সার্বিক উন্নয়ন সহ সন্ত্রাস, চাঁদাবাজি অফিস আদালতে নানা অনিয়ম দুর্নীতি বন্ধে এবং সবচেয়ে দীর্ঘদিন থেকে নানা রকম দুর্নীতিতে নিমজ্জিত সাব রেজিস্টার অফিস এ সরকারি নির্ধারিত ফ্রি ছাড়া অতিরিক্ত টাকা না নেওয়া, চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনার উল্লেখ করে এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং তিনি তার দলের পক্ষ থেকে সর্বত সহযোগিতার। আশ্বাস দেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুরের আইন-শৃঙ্খলা শহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন সন্ত্রাসী চাঁদাবাজদের ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স।