তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ 

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :  : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৪, ০৮:১০ পিএম

হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন মাধবপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হাজী অলিউল্লাহ'র  সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আল রনি'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সভাপতি মাসুকুর রহমান মাসুক উপজেলা বিএনপি'র, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বিএনপি নেতা হাজী ফিরোজ মিয়া, গিয়াসউদ্দিন আবুল বাশার, সালেক মিয়া, আলফাজ মিয়া, হাফেজ শামীম, আনোয়ার হোসেন, জামাল মোঃ আবু নাসের, ফজলুর রহমান, লুৎফুর রহমান খান, মোঃ বাবুল হোসেন, মোস্তফা কামাল বাবুল, শামসুল ইসলাম মামুন, দুলাল মিয়া, সেলিম মিয়া, আনোয়ার আলী, ফজলুর রহমান, লাল মিয়া,, যুবদল নেতা এনায়েতউল্লাহ, কবির চৌধুরী, মশিউর রহমান, মাসুক মিয়া, জনি পাঠান, রনি আহম্মদ, রুবেল মিয়া, এমদাদুল হক সুজন, জসিম শিকদার, মাহফুজ মিয়া, কৃষকদল নেতা মুখলেছুর রহমান সোহেল,  আমিন মিয়া, ছাত্রদল নেতা জুলহাসউদ্দিন রিংকু, শ্রমিক দলের নেতা মোঃ মাসুদ আলী, লিটন পাঠান, দুলাল মিয়া, সাইদুল ইসলাম খান,  স্বেচ্ছাসেবক দলের আলমগীর কবির, মোঃ রাশেল মিয়া প্রমুখ। বক্তাগন অবিলম্বে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW