কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১ হাজার ১ শত ৪৫ জন কৃষকের মধ্যে প্রণোদনার সার ও বিভিন্ন বীজ বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন,কৃষি সম্প্রসারণ কর্মকতা মো: এমাজ উদ্দিন। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ ও রাসায়নিক সার দিয়ে সহযোগিতা করে কৃষি বিভাগ। আজ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ১ শত ৪৫ জন কৃষককে বিনামূল্যে এক কেজি সরিষা বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন জানান, দেশে তেল সংকট দূর করতে সরকার সরিষা আবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের বিনামূল্যে এই বীজ ও সার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল বলেন, কৃষকদের স্বাবলম্বী ও দেশে অনাবাদি জমিতে ফসল ফলাতে সরকার কৃষকদের প্রণোদনার আওতায় বিনামূল্য সার ও বীজ বিতরণ করছেন। যেন দেশে কোনো জমি অনাবাদি পড়ে না থাকে।