সরিষাবাড়ি সংবাদদাতা এ এস এম জুলফিকুর রহমান আর নেই

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৪ পিএম
সরিষাবাড়ি সংবাদদাতা এ এস এম জুলফিকুর রহমান আর নেই

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার  দৈনিক ইত্তেফাক ্্এর সংবাদদাতা, বিশিষ্ট গীতিকার, নাট্যকার, সাবেক প্রধান শিক্ষক উপজেলার চর জামিরা  গ্রামের বাসিন্দা, এ এস এম জুলফিকার রহমান আর নেই। তিনি গত ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১২টায়  ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৮বৎসর।  তিনি দুই স্ত্রী, দুই  ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বেলা সাড়ে ১১ টায়  মরহুমের গ্রামের বাড়ি উপজেলার সাতপোয়ার  চর জামিরা গ্রামে প্রথম জানাজা নামাজ শেষে বাদ জুম্মা সরিষাবাড়ি পৌরসভার মন ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার,  সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা,  জামালপুর ও সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য এ এস এম জুলফিকার রহমান তিনি কর্মজীবন সরিষাবাড়ি আরএনসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় শুরু করেন। তিনি সাবেক প্রধান শিক্ষক ছিলেন। ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হন। তিনি প্রথম  দৈনিক আজকের কাগজের সাথে পরবর্তিতে দৈনিক ইত্তেফাক সরিষাবাড়ী উপজেলা সংবাদদাতা ও মাই টিভির সরিষাবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে কবিতা, গল্প, নাটক ও উপন্যাস লিখেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে