নেত্রকোনার কলমাকান্দার কচুগড়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার মধুকুড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-১৪৯ বোতল এবং মোটরসাইকেল-০১ টি ও ভ্যানগাড়ী-০২ টি আটক করেন। শুক্রবার দূপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ৩১ ব্যাটিলিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।