ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়ন তাঁতী দলের আয়োজনে কর্মী সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল হাসান ও আজিম উদ্দিন আজিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তা।