কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের অধিবাসী, ইতালিয়ান প্রবাসী ও ঢাকা পলিটেকনিক কলেজের সাবেক জিএস, বি.এন.পি নেতা সম্ভাব্য এম.পি প্রার্থী- মোঃ বদরুল আলম শিপু গত কাল শনিবার বিকেল ৪টার দিকে বাজিতপুর বাসি উজানচরে ফুল দিয়ে বরণ করলেন। এর পরে কয়েকশত হুন্ডা দিয়ে উজানচর, সরারচর, সরিষাপুর নিজ গ্রামের বাড়িতে গিয়ে পৌছায়। জানা যায় ফ্যাসিবাদী সরকারের আমলে ৫ থেকে ৭টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বলে ইতালি প্রবাসী ও বিএনপি নেতা বদরুল আলম শিপু সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৫টি বছর ফ্যাসিবাদ সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বি.এন.পির লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা নিয়ে জেল খেটেছেন। তিনি আরও বলেন, দেশ নতুন ভাবে স্বাধীনতা লাভের পর সূর্য আবার নতুন করে উঠেছে। এখন আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে নেতা নির্বাচন করার আহ্বান জানিয়েছেন সকলকে। এই সময় উপস্থিত ছিলেন বাজিতপুর সরকারি কলেজের সাবেক জিএস নূরে আলম দিপু, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদব মেহেদী হাসান রয়েল।