কিশোরগঞ্জ প্রেসক্লাবে এইম স্কুল এন্ড কলেজের বাহারি পিঠা উৎসব

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৭ পিএম
কিশোরগঞ্জ প্রেসক্লাবে এইম স্কুল এন্ড কলেজের বাহারি পিঠা উৎসব

"হিম কুয়াশার কলরবে-মাতবো পিঠা উৎসবে" কিশোরগঞ্জ এইম স্কুল এন্ড কলেজে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের আয়োজনে ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক একে নাসিম খান। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মদন গোবিন্দ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান। 

অনুষ্ঠানে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম রিপন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চন্দ্র দাস।

 এ সময় কিশোরগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু ছালেহ বাবুল,সাংবাদিক ঝিকুসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ অন্যদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হাতে তৈরি পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

পরে গত ১৫ ফেব্রুয়ারী কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এইম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

পিঠা উৎসবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বর্ণিল সাজে সজ্জিত দেশীয় পিঠার মোট ১৫টি স্টলে বাহারি খাবারের শতাধিক প্রকারের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করে।

এ আয়োজনকে ঘিরে সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল প্রেসক্লাব প্রাঙ্গণের উৎসবস্থল।

আপনার জেলার সংবাদ পড়তে