নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার বারো প্লাস শিশুদের নিয়ে দিনব্যাপি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, নির্মইল বিডি-০২৬৪ এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০জন স্পন্সর শিশু অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে সামাজিক মাধ্যমে সাংবাদিকতা, রিপোর্ট করার কৌশল, রিপোর্ট প্রেরণ ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করেন পত্নীতলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার পত্নীতলা প্রতিনিধি মো. আতাউর রহমান এবং দৈনিক আমার দেশ এর পত্নীতলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এর প্রকল্প ব্যবস্থাপক ইম্মানূয়েল মার্ডী, সমাজকর্মী সুকমল টুডু, আরতি কিস্কু, ূরিনা বাস্কে প্রমুখ।