মহান শহীদ দিবসের কর্মসূচী ও ২৪ ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির সমাবেশ সফল করতে লালপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে লালপুরের গৌরীপুরে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবন চত্বরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায ও গোপালপুর পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য এ্যাড. ফারজানা শারমিন পুতুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, সামসুল আলম আলো, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকাশ, আবু রায়হান প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানাতে ও প্রস্তুতি সভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা কর্মীরা মিছিল সহকারে জমায়েত হয়। এতে এই প্রস্তুতি সভা পরিণত হয় জনসমাবেশে। শুরুতেই সভায় বিশেষ দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি সভার কার্যক্রম শুরু হয়। সবাই বক্তব্যকালে এ্যাড. ফারজানা শারমিন পুতুল সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানান।