পাংশায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩০ পিএম
পাংশায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা জর্জ হাইস্কুল শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি  ০১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পাংশা পৌর প্রশাসন, পাংশা প্রেস ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। প্রত্যুষে বিএনপি পাংশা উপজেলা শাখা ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা বর্ণাঢ্য রেলি নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। দিনব্যাপি পাংশা শিল্পকলা একাডেমি ও উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাংকন, রচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে