দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টির আশঙ্কাও

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২২ পিএম
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টির আশঙ্কাও

রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে।  

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগের বেশকিছু স্থানে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।  

এছাড়া, রাতের শেষ ভাগ থেকে ভোর পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। একইভাবে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে পারে।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশের বেশ কয়েকটি বিভাগে শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, এ সময় দেশের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।  

আবহাওয়া পরিস্থিতির হঠাৎ পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার জেলার সংবাদ পড়তে