নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। ২১ ফেব্রুয়ারি বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জিআরপি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে দাবি তোলা হয় আল্লাহদ্রোহী নাস্তিক রাখাল রাহাকে দ্রুত সময়ে গ্রেফতার করতে হবে। আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করা হয় সমাবেশ থেকে।
এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম নেতা আজহার সুলতান রিজভী।
বক্তব্য বলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন পাপ্পুসহ অনেকে।
বিক্ষোভ সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নীলফামারী জেলা, সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার প্রায় সহস্রাধিক নেতা কর্মীরা অংশ নেয়।