ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫০ পিএম
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ময়মনসিংহের ভালুকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক হোসেনপুর উপজেলার চরজিরানী গ্রামের হোসেন আলীর ছেলে পল্টন মিয়া (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ ফেরুয়ারী) সকাল ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ধীতপুর নামক স্থানে। আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো চারযাত্রী। আহতদেরকে উদ্ধার করে ভালুকা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভালুকা মডেল থানা ওসি তদন্ত হুমায়ন কবির জানান, ভালুকা-গফরগাঁও সড়কের ধীতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকালে একটি সিএনজি যাত্রী নিয়ে হোসেন পুর থেকে ভালুকা আসছিল। ধীতপুর নামকস্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে,সিএনজি চালক পল্টন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে, আশংকাজনক অবস্থায় দুই জনকে মমনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। একই সময় স্থানীয় জনতা ট্রাকচালক ভালুকা উপজেলার মেদিলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তৌকিরকে আটক করে পুলিশে দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে