বাংলাদেশ প্রিমিয়ার লিগ

কিংসের কাঙ্ক্ষিত জয়, ঘুরে দাঁড়িয়ে জিতল আবাহনী

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৪ পিএম
কিংসের কাঙ্ক্ষিত জয়, ঘুরে দাঁড়িয়ে জিতল আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক উত্তেজনাপূর্ণ পর্ব শেষ হলো, যেখানে শিরোপাধারী বসুন্ধরা কিংস এবং ঘুরে দাঁড়ানো আবাহনী নিজেদের প্রতিপক্ষকে পরাজিত করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো। একুশে ফেব্রুয়ারি ভাষার মাস উপলক্ষে কিংসের জার্সির পেছনে বাংলায় দামাশেনো, রাকিব ও জনিদের নাম খোদাই করা ছিল, যা সেই দিনের স্মৃতিরূপে পরিণত হয়।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস ২-০ গোলে জয়লাভ করে। প্রথম লেগে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবারও শিরোপাধারীরা আত্মবিশ্বাসী ছিল। ২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দুর্দান্ত গোলের মাধ্যমে প্রথম এগিয়ে যায় কিংস। এরপর, আট মিনিট পর রাকিব হোসেনের শট রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টি পেয়ে মিগেল ফিগেইরা দামাশেনো ২-০ ব্যবধানে স্কোরলাইন দ্বিগুণ করেন। যদিও ম্যাচের মাঝামাঝি সময়ে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে কিংস ব্যবধান আরও বাড়াতে পারেনি।

দিনের অপর ম্যাচে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পিছিয়ে পড়ে আবাহনী। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটি কঠিন করেছিল তারা। কিন্তু, ৩৯তম মিনিটে মোহাম্মদ হৃদয়ের গোলের পর ঘুরে দাঁড়িয়ে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। দ্বিতীয়ার্ধে একের পর এক গোল এনে দেয় এনামুল ইসলাম গাজী, মোহাম্মদ ইব্রাহিম, জাফর ইকবাল এবং মিরাজুল ইসলাম, যা পুরো ম্যাচের পরিস্থিতি পাল্টে দেয়।

এই জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষে মোহামেডান, তাদের পয়েন্ট ২৭। আবাহনী ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং কিংস ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই পর্বের শেষে আবারও লিগে বিরতি আসবে, এবং ২৫ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি এশিয়ান কাপের বাছাই ম্যাচের জন্য। এপ্রিল থেকে আবারও ফিরে আসবে লিগের দ্বিতীয় পর্ব, যেখানে আরও কিছু চমকপ্রদ ম্যাচ অপেক্ষা করছে।