চাটমোহরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৪ পিএম
চাটমোহরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাটমোহর পৌর সদরের অন্যতম বিদ্যাপীঠ ডাক্তার জয়েন উদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার চাটমোহর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে