সুস্থ দেহ, সুন্দর মন - খেলায় মেলে এ রতন' শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হক সরকার। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, যুবনেতা আব্দুল্লাহ আল নোমান, আল আমিন, ফরিদ আহমেদ, ইমরান হোসেন প্রমুখ।