আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়মনসিংহের ত্রিশালের আক্কাছ আলী মাস্টার মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও আক্কাছ আলী মাস্টার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অধ্যাপক মোঃ খবিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল টেক্সট্রেড লিমিটেডের পরিচালক ও ডালাস ফ্যাশনস লিমিটেড ঢাকার মহা-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল কাদের, পূবালী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা এ এস এম হুমায়ুন রেজা প্রিন্স, এসআইবিএল কর্মকর্তা মোঃ কামরুল হাসান শামীম, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হাই ফকির, ত্রিশাল আইকেয়ার এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের এমডি মোঃ সাইদুর রহমান সুমন প্রমূখ। আলোচনা শেষে বাষর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।